আব্দুল্লাহ আল সাকিব।। করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মানুষ ঘরবন্দি। সারাবিশ্বের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। আর তাই করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।এমন পরিস্থিতিতে সঙ্কটময় হয়েছে অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষেরা।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ।
বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে সবকিছু লকডাউন হয়ে যাওয়ায় সাধারন শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের এ অসহায়ত্ব অবস্থা দেখে প্রধানমন্ত্রী এর পক্ষ থেকে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন চেয়ারম্যান আনিসুর রহমান।
তিনি দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের ৭০ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারি চাল বিতরন করেছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী, ইউপি সদস্য আব্দুল কাদের,মহিলা মেম্বার আলহা খাতুন,ইউপি সদস্য সেলিম হোসেন প্রমুখ।
Post Top Ad
ফরিদপুরে চেয়ারম্যান আনিছের মানবিক সহায়তা।
Tags
# জনস্বার্থ
# সারাদেশ
About Onyourservice02
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
সারাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment