যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের এক স্বপ্নবাজ টগবগে তরুণ মোঃ ইসমাইল শেখ।২০১৫ সালের ২৪ শে মে,গভীররাতে অর্থাৎ ২৫'শে মে'র প্রথম প্রহরে, ইসমাইল শেখ কোতয়ালি মডেল থানা, যশোরের এসআই জামাল, এসআই আব্দুর রহিম হাওলাদার, এএসআই শহিদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দীন সহ কিছু বিপথগামী পুলিশ সদস্যের হাতে নির্মমভাবে খুন হয়, বেদনার চোখেও সেদিন যেন অশ্রু ঝরে বাতাস ভারী করে তুলেছিলো, যে মুহুর্তে ইসমাইল কে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছিল ঐ মুহুর্তেও কেউ কেউ তার ফেসবুক টাইমলাইনে লিখছিলো "শুভ জন্মদিন বন্ধু" ঐ দিন তার জন্মদিন ছিল]
📰 কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা হেঁটে পুলিশের গাড়িতে উঠেছেন—এমন তথ্যের জবাবে কে এম আরিফুল হক বলেন, ‘গণপিটুনির ঘটনায় একটা মামলা হয়েছে। ওই মামলার ভয়ে সম্ভবত এলাকার লোকজন এখন অন্য কথা বলতে পারেন।’
🎞 -----প্রথম আলো।
📰 ২৮ মে ২০১৫ (বুধবার) - প্রেসক্লাব যশোর ।
‘সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত ইসমাইল হোসেনের মা রেহেনা বিলাল, বাবা বিলাল উদ্দিন শেখ , বড় মামা নুর উজ জামান , আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। এ সময় নিহত ইসমাইল হোসেনের মা রেহেনা বিলালের আর্তনাদে সংবাদ সম্মেলন স্থলের পরিবেশ ভারি হয়ে ওঠে। তিনি বিলাপ করতে থাকেন ‘আমার মানিককে এনে দাও। ওর (ইসমাইল) মুখে কোন দাগ ছিল না। ওর মুখ ক্লিন (পরিষ্কার) ছিল। কে ওর মুখে এত্ত দাগ করল। আমার নিষ্পাপ বাবা কোথায় গেল। আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমার সোনাকে যারা খুন করেছে আমি তাদের বিচার চাই। আমার নিষ্পাপ ইসমাইল কই?।’ এ সময় পরিবারের সদস্যরা ডুকরে কাঁদতে থাকেন।’
🎞 -----জনকণ্ঠ।
📰 রোববার (১৪ জুন ২০১৫ ) নিহত কলেজ ছাত্র ইসমাইলের বাবা সার্জেন্ট বিলাল উদ্দিন শেখ বাদী হয়ে যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলো, যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, এসআই আব্দুর রহিম হাওলাদার, সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন ও বাঘারপাড়ার চাপাতলা গ্রামের রণজিত তরফদারের ছেলে বরুণ কুমার তরফদার।
🎞 ----- বাংলা নিউজ টোয়েন্টিফোর ।
🔴 সে রাতের ঘটনা :
লিঙ্ক : 🔗🔗 https://www.prothomalo.com/bangladesh/crime/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E2%80%99?fbclid=IwY2xjawKfMQpleHRuA2FlbQIxMABicmlkETF2VXVqeW1IbkFPNGhZbWRyAR6_UUfkwh7TqZU3GBqxJQk9nvtZK_iE1S8bSknaZdqn3ksZMLKu5z5-89mJBQ_aem_dXmPYMC7lodcXtj7529_3g
📺 এন টিভি : https://www.ntvbd.com/bangladesh/9897/%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE
🫵 আরও জানতে লাইভটি দেখুন :
লিঙ্ক : https://www.facebook.com/share/v/1N2vRLVyyT/

No comments:
Post a Comment