চেয়ে আছি সবে তোমারি পানে,
কর ক্ষমা মোদের প্রভু।
মোদের প্রাপ্য যাহা; তুমি তাহা,
দিওনা গো যেন কভু!
আমরাগো তোমার না'শোকর বান্দা,
সহস্র যে করি ভুল।
ফিরাওগো যদি মুখটি তব,
থাকিবেনা যে কোন কূল!
দয়া কর মহান তব সৃষ্টিকূলে,
আজিকের এই বেলা।
পাপের পয়োধি ঘুরিফিরি মোরা,
ভাসিয়েছি যে কত ভেলা!
আছে কার সাধ্যি এই ক্রান্তিকাল ,
তরাইবে তব হুকুম বিনা।
হে অধিপতি কর ক্ষমা মোদের,
চাহিযে শুধু তোমারি করুণা!
No comments:
Post a Comment