নারী! কেন তুমি নিজেকে করিয়াছ সস্তা
বানিয়েছ কেন পণ্য?
তুমিকি জানোনা ধরিত্রীর এই পূর্ণতা
শুধুই তোমারি জন্য।
নারী! তোমারই কোলেতে জন্মেছে কত
বীর সেনাদের দল,
তবে আজি কেন তুমি লাঞ্ছিত হয়ে
ফেলিছ চোখের জল!
তুমিতো নারী বঙ্গমাতা
সর্বাগ্রে তোমার স্থান,
নিজেকে তুমি রাখিও যতনে
হইওনা কভু ম্লান।
সন্তানের-ই ছায়া তুমি
পিতার চোখের মণি,
ভ্রাতার যে তুমি আশার আলো
পতির চোখে রাণী।
আজি জেগে ওঠ যত মহীয়সী
ওহে সর্ব নারীর দল,
রক্তিম প্রভাতের বিজয় মুকুট
আনিতে সবে চল।
বিজয় মুকুট পরে তুমি
বিশ্ব করো জয়,
বিশ্বের সকল বিজয় গাঁথা
তোমার মাঝেই রয়।
No comments:
Post a Comment