শেখহাটিতে উপজেলা ছাত্রলীগ নেতা মুমেলের খাদ্য সামগ্রী বিতরণ । - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

শেখহাটিতে উপজেলা ছাত্রলীগ নেতা মুমেলের খাদ্য সামগ্রী বিতরণ ।

আব্দুল্লাহ আল সাকিব।। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রভাব।দিন যতো যাচ্ছে ততোই বেড়েই চলেছে।

  বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে সারাদেশ যেখানে থমকে দাঁড়িয়েছে সেখানে  সম্মিলিত ভাবে  সাধারণ কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর সদর উপজেলা আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ সহ ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা ।

বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে সবকিছু লকডাউন হয়ে যাওয়ায় সাধারন শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।  তাদের এ অসহায়ত্ব অবস্থা দেখে সম্মিলিত ভাবে যশোর সদর উপজেলা আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ সহ ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা সহায়তা নিয়ে আজ শুক্রবার বিকালে ৪ টায় শেখহাটি বাবলা তলাস্থ আঞ্চলিক ছাত্রলীগ কার্যালয়ের সামনে ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী  বিতরন কার্যের উদ্বোধন করেন মুমেল হোসেন।এরপরে নেতাকর্মী বৃন্দ বাড়ীতে বাড়ীতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন।





শেখহাটি বাবলা তলা, যশোর সরকারী কলেজপাড়া, খাঁ পাড়া, তমালতলা, দক্ষিন পাড়া, মেঠো পাড়া, তরফ নোওয়াপাড়া ও আদর্শ পাড়ায় সম্মিলিত সহযোগীতায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুমেল হোসেন কর্মহীন প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম তেল,ডাল, ২ কেজি আলু ও ২ টি করে সাবান বিতরণ করেছেন।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ, ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রোস্তম আলী মুকুল, যুবলীগ নেতা আল নাবিল সনি, সাইদুর রহমান নয়ন, জাহাঙ্গীর আলম শান্ত, ফারুখ হোসেন। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাহ্উদ্দীন সাগর, সহ-সভাপতি রাব্বি হোসেন, ছাত্রনেতা সুমন, হাসিবুল, লিটু হোসেন, হৃদয় প্রমুখ।

মুমেল হোসেন বলেন, যারা চাইতে পারছে তাঁরা পাচ্ছে কিন্তু আমাদের সমাজে একটি শ্রেনীর মানুষ আছেন  যাদের আমরা বলি মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত মানুষ গুলি না পারে চাইতে না পারে সইতে। তাঁদের দিকটি বিশেষ বিবেচনায় রেখে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। আশা করছি কেউ বাদ পড়বে না তবুও যদি কেউ বাদ পড়ে যায় আমাকে জানালে সব ধরনের গোপনীয়তা রক্ষা করে আমি তাঁর বাড়ীতে খাবার পৌঁছে দিবো।

No comments:

Post Top Ad

asdsaa.png