যশোর কেন্দ্রীয় কারাগারের ১২০ বন্দিকে মুক্তির সুপারিশ - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

যশোর কেন্দ্রীয় কারাগারের ১২০ বন্দিকে মুক্তির সুপারিশ


আসিফ মাহমুদ : করোনা ভাইরাসের মহামারির কারণে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১২০ বন্দিকে মুক্তির সুপারিশ করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। অনুমোদন পেলে দ্রুতই তাদের মুক্তি দেয়া হবে। একইসাথে ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে যশোর কেন্দ্রীয় কারাগার।


সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রতিবছর সরকার বিশেষ ক্ষমার আওতায় সারা দেশের কারাগারে আটক কয়েদীদের নামের তালিকা তৈরি করে তাদের মুক্তি দেয়ার বিষয়টি বাস্তবায়ন করে থাকে। তবে বর্তমানে সারাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাজা বিবেচনায় ১২০ বন্দিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। এর মধ্যে ২০ বছর সাজা পূর্ণ করেছে এমন বন্দির সংখ্যা ৭৫জন এবং এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ৪২জন আর অসুস্থ ও অক্ষম বন্দির সংখ্যা ৩জন।
অনুমোদন পেলে দ্রুতই তাদের মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

No comments:

Post Top Ad

asdsaa.png