সবার এখন সময় কম
উপরে ওঠার নেশায় দম
জমায়ে রাখছে হরদম
সবার এখন সময় কম।
প্রিয়তমা কিম্বা প্রিয়তম
হিসাবে পাকা একদম
আস্তে আস্তে নিচ্ছে দম
সবার এখন সময় কম।
সময় খরচে হবে ডা কি?
লাভ নেই কোনো শুধু ক্ষতি
অপেক্ষায় শেষ চক্ষু জ্যোতি
চালাক হয়েছি আমি অতি।
সময়টা কে করে হেলা ফেলা
তোর সময় কম সময়ের বেলা?
সময়ের শুরু ধুলো বালি খেলা
বাবার হাত ধরে বৈশাখি মেলা
কতোনা সময় কেটেছে বেলা
কৈশর ছিলো অকারণে চলা।
বুঝতে শিখলে পৃথিবী দেখি
সময় হয়ে গেলো স্বার্থের ঢেকি।
শুধু নিজের জন্য সময় বেচি
পরের বেলায় চালায় কেঁচি
সময়ের সময় নাই।
নিজের স্বার্থে সময়ের পাগল
আসলে আমি আস্ত ছাগল
ও সময়ের দাম নাই।
আমার সময়ের জমানো ব্যালেন্স
দেখবেনা কেউ করবেনা চ্যালেঞ্জ
ও সময় নিরঅর্থক।
যতটুক সময় পরের জন্য
ততটুকু তোর জীবন ধন্য
সময়টা সার্থক।
সময় দিতে তো সময় লাগে
এখন বুঝি, বুঝিনি আগে
সময় দেয়ার সময় কম?
পাবোনা সময় আসলে জম।সময় কম?
বকুল হক। ১২/১০/২০১৯ ইং
সবার এখন সময় কম
উপরে ওঠার নেশায় দম
জমায়ে রাখছে হরদম
সবার এখন সময় কম।
প্রিয়তমা কিম্বা প্রিয়তম
হিসাবে পাকা একদম
আস্তে আস্তে নিচ্ছে দম
সবার এখন সময় কম।
সময় খরচে হবে ডা কি?
লাভ নেই কোনো শুধু ক্ষতি
অপেক্ষায় শেষ চক্ষু জ্যোতি
চালাক হয়েছি আমি অতি।
সময়টা কে করে হেলা ফেলা
তোর সময় কম সময়ের বেলা?
সময়ের শুরু ধুলো বালি খেলা
বাবার হাত ধরে বৈশাখি মেলা
কতোনা সময় কেটেছে বেলা
কৈশর ছিলো অকারণে চলা।
বুঝতে শিখলে পৃথিবী দেখি
সময় হয়ে গেলো স্বার্থের ঢেকি।
শুধু নিজের জন্য সময় বেচি
পরের বেলায় চালায় কেঁচি
সময়ের সময় নাই।
নিজের স্বার্থে সময়ের পাগল
আসলে আমি আস্ত ছাগল
ও সময়ের দাম নাই।
আমার সময়ের জমানো ব্যালেন্স
দেখবেনা কেউ করবেনা চ্যালেঞ্জ
ও সময় নিরঅর্থক।
যতটুক সময় পরের জন্য
ততটুকু তোর জীবন ধন্য
সময়টা সার্থক।
সময় দিতে তো সময় লাগে
এখন বুঝি, বুঝিনি আগে
সময় দেয়ার সময় কম?
পাবোনা সময় আসলে জম।
১২/১০/২০১৯ ইং