সময়ের কবি সেও চলে যাবে
সময়ের ঠিক সাথে,
লিখবে না আর সময়ের গল্প
সকাল দুপুর রাতে।
ভ্যালেন্টাইনে ফুল বিকানো
ছোট্ট মেয়েটির কথা,
কাঙালি ভোজে বাটি হাতে বসা
শিশুটির নিরবতা,
ভ্যাকসিন অভাবে খাদিজা মরলো সে সব ভুলিনি
দুইটা ভ্যাকসিন দিয়েছিলা তার
আর একটা জোটেনি।
চোখের সামনে শিশু খাদিজা
হয়ে গেলো আস্ত লাশ
কার কি হলো? সে চলে গেলো
হলো সমাজের সর্বনাশ।
শিশু ধর্ষন, সমাজ দর্শন
অনিয়মে নুসরাত
ঘুসখোর আর স্বৈরচারীর
কালো টাকা কালো হাত।
সময়ের কবি হয়ে যাবে ছবি
হয়েছে যা হবে তা সবি
মনে রবে না কিছু তা
ছেড়া ফাটা স্মৃতি, কিছু প্রেম প্রিতি, রয়ে যাবে কবিতা।
আনন্দ দিতে আনন্দ পেতে
করেছি কতোনা কি
বন্ধু তোমরা দেখেছো বাইরে
ভীতর টা দেখনি।
আমি কবি না সময়ের দাস
সময়ের সাথে চলি
চোখের সামনে যা দেখি তা
চোখবুজে বলে ফেলি।
সময় হলে সময়ের সাথে
আমি তো যাবো চলে
দুঃখ গুলো রেখোনা মনে
ভালো টুকু রেখো তুলে
