যশোরে কাভার্ড ভ্যান চাপায় ছাত্রের মৃত্যু। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

যশোরে কাভার্ড ভ্যান চাপায় ছাত্রের মৃত্যু।




মনিরুল ইসলাম : যশোরে শেখহাটি বাবলাতলা এলকায় কাভার্ডভ্যান চাপায় হাসিবুল হোসেন (১৮) নামে  এক ছাত্রের মৃত্যু হয়েছে।  

আজ রবিবার সকাল ১১ টার দিকে শেখহাটি বাবলা তলার অদূরে প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল যশোর জেলা স্কুল থেকে ২০২৯ সালের এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে যশোর সিটি কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।



ভর্তি ফরম জমা দিতে সিটি কলেজের উদ্দেশ্যে ( সুজুকি জিক্সার যশোর ল ১১-৯২৯৯) মটর বাইকে  কলেজ অভিমুখে যাত্রা করেন হাসিবুর। পথিমধ্যে শেখহাটি বাবলাতলা এলাকায় পৌঁছালে খুলনাগামী জীবন কার্গো সার্ভিসের একটি কার্গোভ্যান পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে যায় হাসিব এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।




খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এবং ঘাতক কার্গোভ্যানটিকেও পুলিশ হেফাজতে নিয়েছে তবে কার্গো চালক কে আটক করা যায়নি। নিহত হাসিবুল  খড়কী এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে।

নিহত হাসিবুল 

       

No comments:

Post Top Ad

asdsaa.png