ঢাকা কলেজ ছাত্রের প্রাণ বাঁচিয়ে উল্টো ফেঁসে গেলেন সিটি কলেজ শিক্ষক! - চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

ঢাকা কলেজ ছাত্রের প্রাণ বাঁচিয়ে উল্টো ফেঁসে গেলেন সিটি কলেজ শিক্ষক! - চ্যানেল দূর্জয়।


কতকাল সত্য হবে পরাজিত অধিক শক্তির কাছে ? : রাজা


সালাহ্‌উদ্দীন সাগর :  শনিবার দুপুরে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে  সংঘর্ষের ঘটনায় সিটি কলেজেরে এক শিক্ষক বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। ঢাকা কলেজের স্নাতক শ্রেণির ছাত্র মোহাম্মদ আলীকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারার ঘটনায় সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আহসান হাবিব রাজা কে সরাসরি অভিযুক্ত করা হয়েছে।  

অভিযোগটি এরূপ : মারধরের শিকার ঢাকা কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার হলের বড় ভাই (শামিম পারভেজ সুমন) খাবার খেতে সায়েন্সল্যাব গিয়েছিলাম। ওই সময় সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষদের সঙ্গে দুর্ব্যবহার করছে দেখে ঘটনাস্থলে যাই এবং তাদের নিবৃত্ত করার চেষ্টা করি। তখন উপস্থিত সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং আমার মোটরসাইকেলে লাথি মারে। পরে আমি ওই শিক্ষার্থীকে বুঝিয়ে সিটি কলেজের শিক্ষকদের কাছে সোপর্দ করি। তখন সিটি কলেজের শিক্ষক আহসান হাবীব রাজা আমি ঢাকা কলেজের ছাত্র জানা মাত্রই আমাকে টেনে-হিঁচড়ে উপাধ্যক্ষের কার্যালয়ের পাশের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যান এবং কক্ষের দরজা আটকে উপর্যুপরি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকেন। এ সময় আমি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী পরিচয় দিলে তিনি আমার প্রতি আরও ক্ষিপ্ত হন। নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে আবারও পেটাতে থাকেন এবং বলেন, ‘তুই কিসের ছাত্রলীগ করিস? তোর মতো ছাত্রলীগ আমি গুনি না।’
এ সময় ওই শিক্ষার্থীকে বাঁচাতে ঢাকা কলেজের শিক্ষকরা কক্ষে প্রবেশ করতে চাইলে তাদের বাধা প্রদান করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও শিক্ষকরা অভিযোগ করেন।”
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ সকল অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এ দিকে আজ রবিবার সকাল ১১ টার দিকে সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আহসান হাবিব রাজা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে- তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সবাই কে সত্য জানার আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস প্রদান করে নিজের অবস্থান স্পষ্ঠ করেন ।

রাজার স্ট্যাটাস

রাজা তাঁর স্ট্যাটাসে বলেন  “সত্য ঘটনা বললাম , জেনে নিন সংবাদ পত্র গুলো, যাচাই করেন, পর্যবেক্ষন করেন | এটাই সত্য ..
ঢাকা কলেজের কতিপয় ছাত্র ছাত্রলীগের নাম জাহির করে সকাল ১১.৪৫ দিকে ঢাকা সিটি কলেজে গেটের সামনে এসে এলোপাতাড়ি পিটায় । সেই সময় তাদের হাতে স্কেল, রড  কারো হাতে ইট ছিল । এতে সিটি কলেজের ৩ জন ছাত্রের মাথা ফাঁটে এবং ১ জন কর্মচারির মাথা ফাঁটে  সর্বমোট ৮ জন আহত হন । এই শুনে আমরা কতিপয় শিক্ষক আমাদের গেটে যাই । এই দেখে ঢাকা কলেজের ২ জন ছাড়া সবাই চলে যায় । এই ২ জন ছাত্র ছাত্রলীগ পরিচয় দিয়ে সিটি কলেজের স্যারদের সাথে বেয়াদবী ও মারমুখী হন । এতে সিটি কলেজের ছাত্ররা ক্ষিপ্ত হন । অবস্হা দেখে একটি ছেলে চলে যায় । অন্য ছেলেটিকে ছাত্রদের হাত হতে রক্ষা করার জন্য আমি পরিক্ষা নিয়ন্রন রুমে নিয়ে আসি । এরপর আহত ছাত্রদের নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কাউকে ৮ টি সেঁলাই কাউকে ৬  টি সেঁলাই , কাউকে ৩ টি কাউকে ৪ টি সেঁলাই  দিয়ে সিটিস্ক্যান করানো হয় । এদের মধ্যে কাউকে বাসায় ও কাউকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয় । তাই বলতে মন চায় কাউকে বাচাতে গিয়ে হলাম দোষী ।কতকাল সত্য হবে পরাজিত অধিক শক্তির কাছে ? 
fact: Dhaka college তুমি জয়ী তোমার আপন শক্তিতে সিটি কলেজের ছাত্রদের পিঠিয়ে & মাথা ফাটিয়ে |

No comments:

Post Top Ad

asdsaa.png