বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন শিক্ষার সমালোচনা করলেন রাষ্ট্রপতি- চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন শিক্ষার সমালোচনা করলেন রাষ্ট্রপতি- চ্যানেল দূর্জয়।


ওমর আল হাসান : সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রমের (ইভিনিং কোর্স) প্রতি অনীহা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমন সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রমের কঠোর সমালোচনা করেন তিনি।  সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।
তিনি বলেন, ‘দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করেছ। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ধ্যায় মেলা জমে উঠে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’
রাষ্ট্রপতি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আছেন উনারা নিয়মিত কোর্সের ব্যাপারে উদাসীন হলেও ইভিনিং কোর্স, ডিপ্লোমা কোর্স ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়ার ব্যাপারে খুবই সিরিয়াস। কারণ সেখানে তারা নগদ অর্থ পান।’
ইভিনিং কোর্সের অনিয়ম তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘শুনেছি, ইভিনিং কোর্সে একটা বিষয় নাকি ইন্টারন্যাশনাল বিজনেস। সেখানে ২২টা কোর্স। প্রতিটি কোর্স করতে লাগে ১০ হাজার টাকা। এতে একজন শিক্ষার্থীর ২ লাখ ২০ হাজার টাকার বেশি খরচ হয়। সেই টাকার অর্ধেক শিক্ষকরা পান। বাকিটা বিভাগ পায়। কিন্তু বিভাগের টাকা কী হয় তা আমি জানি না। আমি এও শুনেছি, সেখানে শুধু পিএইচডি ডিগ্রিধারীরাই ক্লাস নেন ।’
বিশ্ববিদ্যালয়ে এসব সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘মনে রাখবেন, বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকা। সুতরাং জনগণের কাছে জবাবদিহিও করতে হবে।’

No comments:

Post Top Ad

asdsaa.png