রাষ্ট্রদ্রোহী সেই পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে || চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

রাষ্ট্রদ্রোহী সেই পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে || চ্যানেল দূর্জয়।

অমিত ঘোষ।।  বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য দেবপ্রসাদ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, দেবপ্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। 

সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি যখন-তখন নোম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া আসা করতেন। বেনাপোলে দায়িত্ব পালনকালে বিশেষ বাহিনীর দুজন সদস্যের সঙ্গে তার সম্পর্ক হয়। 
ওই দুজন মাঝেমধ্যে বেনাপোলে গিয়ে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুজনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। 

পরে বিষয়টি নিয়ে পুলিশ হেড কোয়ার্টারস তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানে নামে। তদন্তে মোবাইল ফোনের কললিস্ট থেকে কথোপকথনের ভিডিও সিডির মাধ্যমে ভারতে বাংলাদেশের তথ্য পাচারের বিষয়টি উঠে আসে। 

এরপর গত ১৫ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানায় রাষ্ট্রদোহের মামলা করা হয় এবং ১৭ ডিসেম্বর আটক করা হয়। তিনি আরো জানান, দেবপ্রসাদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আজ রিমান্ড শুনানি শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
আটক দেবপ্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। 

No comments:

Post Top Ad

asdsaa.png