ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আগাম জামিনের আবেদন- চ্যানেল দূর্জয় । - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আগাম জামিনের আবেদন- চ্যানেল দূর্জয় ।


দূর্জয় ডেস্ক :  খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা আগাম জামিনের আবেদন করেছেন।
রোববার হাইকোর্টের পৃথক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপিপন্থী আইনজীবী সগির হোসেন লিয়ন।
মির্জা ফখরুল ছাড়া যারা জামিন আবেদন করেছেন, তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, হাবিব-উন নবী খান সোহেলসহ ২১ জন।
১১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
এ ঘটনায় পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা করা হয়। ১২ ডিসেম্বর মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
তিনি জানান, হাইকোর্ট এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দুটি মামলা করা হয়েছে। এক মামলায় আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন। মামলার বাদী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শামসুর রহমান ও এসআই ইদ্রিস আলী।

No comments:

Post Top Ad

asdsaa.png