বিজয় এলো- সাইফুল ইসলাম || চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

বিজয় এলো- সাইফুল ইসলাম || চ্যানেল দূর্জয়।

বিজয় এলো ঝড়ের শেষে
বিজয় পেলো আমার দেশ
বিজয় মানে আনন্দ আর রাশি রাশি  উৎসব
বিজয় আমরা পেয়েছি বেশ,

বিজয় মানে,রক্ত যুদ্ধ নয়
বিজয় মানে স্বাধীনতা,
বিজয় মানে দুখীনি মায়ের ছেলে হারা কষ্ট,
 বিজয় মানে দুখীনি মায়ের শত কষ্ট ভুলা আনন্দ,
 বিজয় মানে শত শত মায়ের
বিজয় দেখার স্বপ্ন।

বিজয় এলো ঘরে ফিরে
বিজয়ে এলোনা খোকা
বিজয় মানে চাওয়া পাওয়া
বিজয় মানে ভেঙ্গে গড়া।

বিজয় মানে রক্ত বন্যা
বিজয় মানে কষ্ট ভুলা
বিজয় মানে স্বপ্ন দেখে স্বপ্ন গড়া
বিজয় আমার স্বাধীনতা।

No comments:

Post Top Ad

asdsaa.png