আহত রিমনের স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় বাসায় ঢোকার সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে একদল যুবক রাস্তায় অবস্থান করে। এ সময় রিমনের উপস্থিতিতে বখাটেরা ফারিয়াকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি ও যৌন হয়রানির চেষ্টা করে। এতে রিমন বাধা দিলে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে রিমন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে বখাটেরা পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়ারা এগিয়ে গেলে তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই গৃহবধূ।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, আহত রিমনের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
No comments:
Post a Comment