ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল - চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল - চ্যানেল দূর্জয়।


সালাহ্উদ্দীন সাগর ।।    ভারতের নয়া দিল্লীতে মসজিদ, মাদ্রাসায় অগ্নিসংযোগ, হামলা ও মুসলিম হত্যার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। শুক্রবার বিকালে জেলা ইমাম পরিষদ যশোরের ব্যানারে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিত্রামোড়ে গিয়ে শেষ হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন। মিছিলের আগ থেকেই যশোর শহরে ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মিছিলের আগে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশে বক্তরা বলেন, ভারতের নয়াদিল্লীতে হামলার নিন্দা, মুসলমানদের নিরাপত্তা ও বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বাতিলের দাবী জানান।

No comments:

Post Top Ad

asdsaa.png