আরবপুর ইউনিয়ন পরিষদ ও বিত্তবানদের সহায়তায় ২৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

আরবপুর ইউনিয়ন পরিষদ ও বিত্তবানদের সহায়তায় ২৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।



আব্দুল্লাহ আল সাকিব।। গৃহবন্দি অসহায় মানুষদের কাছে নিজ উদ্দোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিত্ততশালীরা।

 বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস কারণে সারাদেশ যেখানে থমকে দাঁড়িয়েছে সেখানে নিজ উদ্দোগে সাধারণ কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও স্থানীয় বিত্তশালীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন  মেম্বার আলতাফ হোসেন, ইন্তাজুল ইসলাম,আবদার,আমিরুল ইসলাম ,মোতালেব এবং আব্দুল মালেক ঝন্টু।

সারাদেশব্যাপী অনেকটা অঘোষিত লকডাউন হয়ে যাওয়ায় সাধারন শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অন্যান্য ব্যবসা-বাণিজ্য ও বন্ধ হয়ে যাওয়ায় সাধারন  মানুষেরা খুব দুর্বিপাকের মধ্যে পড়ে যায়। তাদের এ অসহায়ত্ব অবস্থা যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম কে  চিন্তিত করে তোলে। তাই বিত্ততশালীদের সহায়তা নিয়ে আজ মঙ্গলবার বিকালে নিজ উদ্দোগে ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী   বিতরন করেন।


সকলের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সকলকে খাদ্য সহায়তার আওতায় নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি।

No comments:

Post Top Ad

asdsaa.png