মাগুরাই ডিমের মূল্য ৪-৫ টাকা।। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

মাগুরাই ডিমের মূল্য ৪-৫ টাকা।।

নিজস্ব প্রতিবেদক:: আগে ও  মুরগীর ডিমের প্রতিজোড়া ছিল ১৬-১৮ টাকা খুচরা বাজারে। তখন পাইকারী বিক্রি হোতো ১২-১৪ টাকা। করোনা ভাইরাসের সতর্কতা শুরু হলে ডিমের দাম কমতে শুরু করে। এখন একশ ডিম পাইকারী বাজারে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা মূল্য পাওয়া যাচ্ছে।
মাগুরা পুরাতন বাজার সংলগ্ন পিটিআই সড়কে মূল পাইকারী ডিমের আড়ৎ। মাগুরা জেলাতে যত ডিম পাইকারী কেনা বেঁচা হয় তা এখান থেকেই। সেখানে পাইকারী বিক্রেতাদের  থেকে জানা যায়,ছোট ডিম পাওয়া যাচ্ছে না,মূলত বড় সাইজের ডিম বেশি বিক্রি হচ্ছে। পাবনা থেকে  ডিম এসেছে যা আকারে বড় এটি ৫০০ থেকে ৫৫০ টাকা একশ বিক্রি হচ্ছে।
এছাড়া অন্য পাইকারী ডিম বিক্রেতারা বলছেন নতুন ডিমের আকার ছোট,সেগুলো এক পিসের দাম ৪ টাকা থেকে সাড়ে ৪ টাকা বিক্রি হচ্ছে। মাঝারি ডিম বিক্রি হচ্ছে ৫ টাকা করে। বড় আকারে ডিম সাড়ে ৫ টাকা।
খুচরা বিক্রেতারা বলেছে ভিন্ন কথা। কেউ বিক্রি করছেন ৩০ টাকা হালি,কেউ বা ৩২ টাকা। মানে প্রতিটি ডিম খূচরা বিক্রি করছে ৮ টাকা পিস। তারা বলছে তাদের কেনা বেশি পরছে। ছোট ডিমের চাহিদা কম বলে তার দাম কম। পাইকারী ৪-৫ টাকা করে ক্রয় করে তারা ৬ টাকা ধরে ২৪ টাকা হালি বিক্রি করছেন।
এদিকে মাগুরার কিছু ডিমের খামারীরা জানান,কম মূল্যের কারনে মুরগী বিক্রি করছেন অনেকে।

No comments:

Post Top Ad

asdsaa.png