ভারত থেকে দেশে ফিরে আসা বাংলাদেশীদের রাখা হচ্ছে বেনাপোল ও ঝিকরগাছায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

ভারত থেকে দেশে ফিরে আসা বাংলাদেশীদের রাখা হচ্ছে বেনাপোল ও ঝিকরগাছায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।।

স্টাফ রিপোর্টার :বিশ্বব্যাপি প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা প্রতিরোধে এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থল নৌ ও আকাশ পথে যাত্রী গমনা গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঝুঁকি ও আতংকে রয়েছে মানুষ। তবে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন খোলা থাকায় অন্যান্য দেশ সহ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসছে বাংলাদেশীরা।

৬ এপ্রিল থেকে দেশে ফেরা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয় সরকার।
গত ৯দিনে চারশত এগার (৪১১) জন বাংলাদেশী নারী পুরুষ দেশে ফিরেছে।

শার্শা উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডল ও বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব সাংবাদিকদের জানান,দেশে ফেরা এসব বাংলাদেশীদের প্রবেশ পথে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হিসেবে স্ক্যানার করা হচ্ছে। পরে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় বেনাপোল বিয়ে বাড়ি ও ঝিকরগাছার গাজির দরগাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

অনেককে শারীরিক অসুস্থ্যতা অনুয়ায়ি যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সরকারি ব্যাবস্থাপনায় তাদেরকে ১৪দিনের কোয়ারেনন্টাইনে রাখা হবে বলে জানান তারা।

No comments:

Post Top Ad

asdsaa.png