লকডাউন পরিবারের পাশে যশোরের ইউএনও - উচ্ছ্বাস জনমনে। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

লকডাউন পরিবারের পাশে যশোরের ইউএনও - উচ্ছ্বাস জনমনে।

আব্দুল্লাহ আল সাকিব।। সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নোয়াপাড়ায় করোনা ঝুঁকি থাকতে পারে সন্দেহে একটি বাড়ী লকডাউন করেছে প্রশাসন। 
লকডাউন পরিবারের কেউ আগামি ২৭ এপ্রিল পর্যন্ত বাহিরে আসতে পারবেনা এবং বাহিরের কেউ ঐ বাড়ীতে প্রবেশ করবেনা বলে আদেশ জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

একইসাথে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হোসেন কে উক্ত পরিবারের খাবারের ব্যবস্থা করতে ও সার্বিক সহযোগিতা করতে নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।            

এদিকে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি সেই ইউপি সদস্য মিলন হোসেনের। সবশেষে চ্যানেল দূর্জয়ের প্রধান নির্বাহী ও ৭ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি সালাহ্উদ্দীন সাগর বিষয়টি ইউএনও কামরুজ্জামান কে জানালে তাৎক্ষনিক ভাবে তিনি রশদ সামগ্রী নিয়ে তাঁর দুজন প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন৷  

উপজেলা নির্বাহী অফিসারের মানবিক এই গুণটি মুগ্ধ করেছে স্থানীয়দের। তাঁরা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে ধিক্কার জানিয়েছেন ইউপি সদস্য মিলন হোসেন কে।                       

No comments:

Post Top Ad

asdsaa.png