আসিফ মাহমুদ : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যার একটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং অপরটিতে সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ সোমবার বিকালে আরবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে পাশাপাশি স্থানে পাল্টাপাল্টি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে পর্যাপ্ত পুলিশের উপস্থিতির কারণে কোন অনাকাক্ষিত ঘটনা ঘটেনি।
সম্মেলন থেকে তোফাজ্জেল হোসেন মাস্টারকে সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও রেজাউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। এ সম্মেলন থেকে রুবিনা পারভীনকে সভাপতি, আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ও জাহিদ মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
No comments:
Post a Comment