কমিশনার পদে নির্বাচন করছেন তিশা - চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

কমিশনার পদে নির্বাচন করছেন তিশা - চ্যানেল দূর্জয়।

ওমর আল হাসান :    অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা নির্বাচন করছেন। নির্বাচন উপলক্ষে তিশার ছবি সংবলিত পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটানো। পোস্টারে লেখা আসন্ন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নওশিন জাহান হেনাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন।

এমন লেখা সংবলিত বেশকিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও জনসমাবেশে বক্তব্য রাখছেন তিশা এমন কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাহলে কি সত্যি সত্যি নির্বাচন করছেন এই অভিনেত্রী। তবে খোঁজ নিয়ে জানা গেলো নির্বাচনের অংশ হিসেবে যে পোস্টারগুলো তা সত্যি। তবে বাস্তবে নির্বাচন নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে তিশাকে এমন চরিত্রে দেখা যাবে। 

এটি নির্মাণ করছেন পরিচালক রাইসুল তমাল। দয়াল সাহা রচিত এ নাটকে আরও অভিনয় করেছেন- মুশফিক ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা প্রমুখ।
 
পুরান ঢাকার ফরাশগঞ্জে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ। শিগগিরই দেশের যেকোনও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

No comments:

Post Top Ad

asdsaa.png