করোনা ভাইরাসের প্রভাব পড়েছে যশোরের বড়বাজারে- চ্যানেল দূর্জয়। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে যশোরের বড়বাজারে- চ্যানেল দূর্জয়।


আব্দুল্লাহ আল সাকিব।। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে এখনযশোর শহরের বড়বাজারে।মানুষের  নিত্যপ্রয়োজনীয় চাল, ডালসহ সব পণ্যের দাম বাড়ছে। ইতিমধ্যে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছে।
প্রশাসন চালকলের মালিকসহ বড়বাজারের চাল ব্যবসায়ীদের চিঠি দিয়েছে।সিন্ধান্ত হয়েছে ‘কৃষি বিপনন আইন-২০১৮’ প্রয়োগে আগামীকাল থেকেই মাঠে নামবে প্রশাসনের একাধিক টিম।

সরেজমিন যশোরের বড়বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, নিত্যপণ্যের দাম নিয়ে বেজায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিশেষ করে চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ছয় থেকে ছয় ১০ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।বাজারে কোন নিয়ন্ত্রণ নেই বলে ক্রেতারা। । যে যার মতো দাম বাড়িয়ে নিচ্ছে।
জানা গেলো, মোটা চালের মতো মিনিকেট চালেরও দাম বেড়েছে। সপ্তাহ খানেক আগে এই চালের দাম ছিলো ৪৪ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৫৪ টাকায়। কাজল লতার দাম বেড়েছে কেজিতে ছয় টাকাবেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে । রসুন ২০ থেকে ২৫ টাকা বেড়ে ৯০ থেকে ৯৫ টাকা, আলু তিন থেকে পাঁচ টাকা বেড়ে ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চালের মতো পেয়াজ, রসুন, ছোলাসহ ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে।

No comments:

Post Top Ad

asdsaa.png