আবার ও যশোর সদর উপজেলার ২ জন আক্রান্ত,বাড়ি লকডাউন। - চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

আবার ও যশোর সদর উপজেলার ২ জন আক্রান্ত,বাড়ি লকডাউন।

আব্দুল্লাহ আল সাকিব::যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ (২৫ এপ্রিল) যশোরের ৪১টি নমুনার মধ্যে ৯টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে ।

যশোর জেলায় ৯ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলার ২ জন রয়েছে । এরমধ্যে একজন মহিলা অপরজন পুরুষ। মহিলার বাড়ি শহরের খড়কি এলাকায়। তিনি ঢাকা থেকে খড়কি এলাকায় শশুর বাড়িতে এসেছেন। তকে কবে এসেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কয়েকদিন আগে বুকে ব্যাথা নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার টেস্ট করা হয়।শনিবার তার ফলাফল পজেটিভ আসে।

অপর আরেকজন হলেন, যশোর উপশহর ইউনয়নের ২ নং সেক্টরের বাসিন্দা।সে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খড়কি এলাকার ওই বাড়ি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। উপশহর এলাকায় টিম যাচ্ছে। এলাকা লকডাউন না করলেও আশপাশের বাড়ি লকডাউনের সিদ্ধান্ত  হবে। তিনি আরো জানান, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা করে তাদের শরীর থেকে নমুনা নমুনা সংগ্রহের জন্য কাজ শুরু হয়েছে।


No comments:

Post Top Ad

asdsaa.png