চ্যানেল দূর্জয়

Most Popular

asdsaa.png চ্যানেল দূর্জয়-নির্ভীক যে কণ্ঠস্বর

সদ্যপ্রাপ্ত

Post Top Ad

asdsaa.png

Post Top Ad

asdsaa.png

ভাড়াটে খুনীর বেশে পুলিশ - যশোরে জোড়া খুন !

Saturday, May 24, 2025 0


হত্যার শিকার আল আমিন ও ইসমাইল।



যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের এক স্বপ্নবাজ টগবগে তরুণ মোঃ ইসমাইল শেখ।২০১৫ সালের ২৪ শে মে,গভীররাতে অর্থাৎ ২৫'শে মে'র প্রথম প্রহরে, ইসমাইল শেখ কোতয়ালি মডেল থানা, যশোরের এসআই জামাল, এসআই আব্দুর রহিম হাওলাদার, এএসআই শহিদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দীন সহ কিছু বিপথগামী পুলিশ সদস্যের হাতে নির্মমভাবে খুন হয়, বেদনার চোখেও সেদিন যেন অশ্রু ঝরে বাতাস ভারী করে তুলেছিলো, যে মুহুর্তে ইসমাইল কে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছিল ঐ মুহুর্তেও কেউ কেউ তার ফেসবুক টাইমলাইনে লিখছিলো "শুভ জন্মদিন বন্ধু" ঐ দিন তার জন্মদিন ছিল]

Read More

১৫ সালের ২৫ মে -কি ঘটেছিলো সে রাতে ?

Saturday, May 24, 2025 0


📰 কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা হেঁটে পুলিশের গাড়িতে উঠেছেন—এমন তথ্যের জবাবে কে এম আরিফুল হক বলেন, ‘গণপিটুনির ঘটনায় একটা মামলা হয়েছে। ওই মামলার ভয়ে সম্ভবত এলাকার লোকজন এখন অন্য কথা বলতে পারেন।’

🎞 -----প্রথম আলো।
📰 ২৮ মে ২০১৫ (বুধবার) - প্রেসক্লাব যশোর ।
‘সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত ইসমাইল হোসেনের মা রেহেনা বিলাল, বাবা বিলাল উদ্দিন শেখ , বড় মামা নুর উজ জামান , আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। এ সময় নিহত ইসমাইল হোসেনের মা রেহেনা বিলালের আর্তনাদে সংবাদ সম্মেলন স্থলের পরিবেশ ভারি হয়ে ওঠে। তিনি বিলাপ করতে থাকেন ‘আমার মানিককে এনে দাও। ওর (ইসমাইল) মুখে কোন দাগ ছিল না। ওর মুখ ক্লিন (পরিষ্কার) ছিল। কে ওর মুখে এত্ত দাগ করল। আমার নিষ্পাপ বাবা কোথায় গেল। আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমার সোনাকে যারা খুন করেছে আমি তাদের বিচার চাই। আমার নিষ্পাপ ইসমাইল কই?।’ এ সময় পরিবারের সদস্যরা ডুকরে কাঁদতে থাকেন।’
🎞 -----জনকণ্ঠ।

📰 রোববার (১৪ জুন ২০১৫ ) নিহত কলেজ ছাত্র ইসমাইলের বাবা সার্জেন্ট বিলাল উদ্দিন শেখ বাদী হয়ে যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলো, যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, এসআই আব্দুর রহিম হাওলাদার, সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন ও বাঘারপাড়ার চাপাতলা গ্রামের রণজিত তরফদারের ছেলে বরুণ কুমার তরফদার।
🎞 ----- বাংলা নিউজ টোয়েন্টিফোর ।
🔴 সে রাতের ঘটনা :
লিঙ্ক : 🔗🔗 https://www.prothomalo.com/bangladesh/crime/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E2%80%99?fbclid=IwY2xjawKfMQpleHRuA2FlbQIxMABicmlkETF2VXVqeW1IbkFPNGhZbWRyAR6_UUfkwh7TqZU3GBqxJQk9nvtZK_iE1S8bSknaZdqn3ksZMLKu5z5-89mJBQ_aem_dXmPYMC7lodcXtj7529_3g

📺 এন টিভি : https://www.ntvbd.com/bangladesh/9897/%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

🫵 আরও জানতে লাইভটি দেখুন :
লিঙ্ক : https://www.facebook.com/share/v/1N2vRLVyyT/
Read More

পৃথিবী ফেরত চেয়েছেন সৃষ্টিকর্তা -কবিতা ও আবৃত্তি

Saturday, August 13, 2022 0


পৃথিবী ফেরত চেয়েছেন সৃষ্টিকর্তা

কি হল এত পরমাণু বোমা,

হাইড্রোজেন বোমা বানিয়ে?

আমেরিকার বি-স্টেলথ বোমারু

বিমান নাকি

আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে,

রাশিয়ান ঝ৪০০ মিসাইল

ডিফেন্স সিস্টেম নাকি... 

পৃথিবীকে কয়েক চক্কর

কেটে ফেলার ক্ষমতা রাখে।

অক১০৭ রাইফেল নাকি আস্ত ট্যাংক

উড়িয়ে দেয় এক নিমেষে।


মানুষ মারার কত আয়োজন...


মনে আছে?

সিরিয়ার সেই ৩ বছরের

ছেলেটির কথা...

বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে

মরে যাবার আগে যে বলেছিল -

"আমি ঈশ্বরকে সব বলে দেব" !!


সে হয়তো ঈশ্বরকে সব ব'লে দিয়েছে।


হয়তো বলে দিয়েছে -

আমাদের পৈশাচিকতার কথা,

লোভের কথা, অসভ্যতার কথা,

নির্যাতনের কথা।


আমরা মানুষ মেরেছি হাজারে হাজার,

একে অপরকে ধ্বংস করার জন্য

মারণাস্ত্র বানিয়েছি লক্ষ-কোটি। 

মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য

তৈরি করেছি নানা গোপন অস্ত্র।


সুইডেনের ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে,

২০১৮ সালে পৃথিবীতে কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে ১.৮২২ ট্রিলিয়ন মার্কিন ডলার।


সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে।

বলেছে সেই পাখিটির কথা

যে আর আকাশে ওড়ে না;

বলেছে সেই আকাশের কথা,

যে একদিন নীল ছিল;

বলেছে সেই বাতাসের কথা,

যে একদিন নির্মল ছিল;

বলেছে সেই পৃথিবীর কথা,

যে একদিন সবার ছিল।


এই সবার পৃথিবীকে

আমরা ভাগ করেছি

ইচ্ছেমতো।


ধর্মের নামে, দেশের নামে,

ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি।


চামড়ার রং দিয়ে,

গণতন্ত্রের নাম দিয়ে

কেটে টুকরো টুকরো করে দিয়েছি 

আমাদের এই পৃথিবীকে।


সাগরপাড়ে পরে থাকা

আ্যালান কুর্দি,

কাঁটাতারে ঝুলতে থাকা, ফেলানি

তারা হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে।


ঈশ্বর তার পৃথিবী এবার

ফেরত চেয়েছেন।


তিনি হয়তো শুনেছেন

তাদের সব অভিযোগ...

হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ --


শুনেছেন সেই পাখিটির কান্না।

এটাই হয়তো ঈশ্বরের মার,

কিংবা প্রকৃতির প্রতিশোধ। 

বৈভবে মোড়া দুবাই-এর ৮২৮ মিটার

উঁচু মিনারের বুর্জ খলিফা

এখন নাকি খাঁ খাঁ করছে।

সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা

অহংকার থরথর করে কাঁপছে, মৃত্যুভয়ে।


ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে,

প্রবল পরাক্রমশালীরা অসহায়ের মত, ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে আছে

কোটের কলার ফাটা বিজ্ঞানীর দিকে

অথবা রাতজাগা ক্লান্ত, অবসন্ন কিন্তু

হার না মানা জেদি ডাক্তার

আর নার্সের দিকে!


চরম উন্নাসিকতায় যাদের

দিকে কেউ

ফিরেও তাকায় না।


তবে এ যুদ্ধ কি কেবল

অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে?

বোধহয় না...


একদিন হয়তো সব ঠিক হবে,

কিন্তু আমরা কি সত্যিই

মানুষ হবো?

এই অন্তহীন প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে

আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি।

সংগৃহীত

আবৃত্তি: 



Read More

২০১৫ সালের ২৫ শে মে পুলিশের হাতে জোড়া খুনের শিকার ইসমাইল ও আলআমিন (ভিডিও)

Wednesday, May 26, 2021 0

 


যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের এক স্বপ্নবাজ টগবগে তরুণ মোঃ ইসমাইল শেখ।২০১৫ সালের ২৪ শে মে,গভীররাতে অর্থাৎ ২৫'শে মে'র প্রথম প্রহরে, ইসমাইল শেখ কোতয়ালি মডেল থানা, যশোরের এসআই জামাল, এসআই আব্দুর রহিম হাওলাদার, এএসআই শহিদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দীন সহ কিছু বিপথগামী পুলিশ সদস্যের হাতে নির্মমভাবে খুন হয়, বেদনার চোখেও সেদিন যেন অশ্রু ঝরে বাতাস ভারী করে তুলেছিলো, যে মুহুর্তে ইসমাইল কে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছিল ঐ মুহুর্তেও কেউ কেউ তার ফেসবুক টাইমলাইনে লিখছিলো "শুভ জন্মদিন বন্ধু" ঐ দিন তার জন্মদিন ছিল]

📰 কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা হেঁটে পুলিশের গাড়িতে উঠেছেন—এমন তথ্যের জবাবে কে এম আরিফুল হক বলেন, ‘গণপিটুনির ঘটনায় একটা মামলা হয়েছে। ওই মামলার ভয়ে সম্ভবত এলাকার লোকজন এখন অন্য কথা বলতে পারেন।’
🎞 -----প্রথম আলো।
📰 ২৮ মে ২০১৫ (বুধবার) - প্রেসক্লাব যশোর ।
‘সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত ইসমাইল হোসেনের মা রেহেনা বিলাল, বাবা বিলাল উদ্দিন শেখ , বড় মামা নুর উজ জামান , আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। এ সময় নিহত ইসমাইল হোসেনের মা রেহেনা বিলালের আর্তনাদে সংবাদ সম্মেলন স্থলের পরিবেশ ভারি হয়ে ওঠে। তিনি বিলাপ করতে থাকেন ‘আমার মানিককে এনে দাও। ওর (ইসমাইল) মুখে কোন দাগ ছিল না। ওর মুখ ক্লিন (পরিষ্কার) ছিল। কে ওর মুখে এত্ত দাগ করল। আমার নিষ্পাপ বাবা কোথায় গেল। আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমার সোনাকে যারা খুন করেছে আমি তাদের বিচার চাই। আমার নিষ্পাপ ইসমাইল কই?।’ এ সময় পরিবারের সদস্যরা ডুকরে কাঁদতে থাকেন।’
🎞 -----জনকণ্ঠ।

📰 রোববার (১৪ জুন ২০১৫ ) নিহত কলেজ ছাত্র ইসমাইলের বাবা সার্জেন্ট বিলাল উদ্দিন শেখ বাদী হয়ে যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীকে নির্দেশ দিয়েছেন।


মামলার আসামিরা হলো, যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, এসআই আব্দুর রহিম হাওলাদার, সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন ও বাঘারপাড়ার চাপাতলা গ্রামের রণজিত তরফদারের ছেলে বরুণ কুমার তরফদার।

🎞 ----- বাংলা নিউজ টোয়েন্টিফোর ।
🔴 সে রাতের ঘটনা :
লিঙ্ক : 🔗🔗 https://www.prothomalo.com/bangladesh/crime/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E2%80%99?fbclid=IwY2xjawKfMQpleHRuA2FlbQIxMABicmlkETF2VXVqeW1IbkFPNGhZbWRyAR6_UUfkwh7TqZU3GBqxJQk9nvtZK_iE1S8bSknaZdqn3ksZMLKu5z5-89mJBQ_aem_dXmPYMC7lodcXtj7529_3g

📺 এন টিভি : https://www.ntvbd.com/bangladesh/9897/%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

🫵 আরও জানতে লাইভটি দেখুন :
লিঙ্ক : https://www.facebook.com/share/v/1N2vRLVyyT/



Read More

চ্যানেল দূর্জয় এখন ডটকম এ

যশোর জেলাকে লকডাউন ঘোষনা

Sunday, April 26, 2020 0
আব্দুল্লাহ আল সাকিব।।যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য ঘোষিত এই লকডাউন আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হবে। রোববার দুপুরে সার্কিট হাউজে করোনা বিষয়ক এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, হঠাৎ করে যশোরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সকাল ছয়টা থেকে তা কার্যকর হবে। এ সময় অন্য  জেলা থেকে যশোরে কেউ ঢুকতে পারবে না। সকল প্রকার যাতায়াত বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া উপজেলাগুলোর সাথেও জেলা শহরের কোন যাতায়াত  হবে না। ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কোথাও লোকসমাগম করা যাবে না। এসব মানা হলেই দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক আরও জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, কৃষি সংক্রান্ত বিষয়াদি যেমন সার, বীজ, কীটনাশকের দোকান, ফুয়েল স্টেশন প্রভৃতি লকডাউনের আওতামুক্ত থাকবে।

সভাই উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, লে. কর্নেল নিয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
Read More

ফের যশোরে করোনাভাইরাস শনাক্ত ১৪ জন।

Sunday, April 26, 2020 0
আব্দুল্লাহ আল সাকিবঃঃ যশোরে রবিবার এক দিনেই ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন। 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ল্যাবে রবিবার আরো ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে  ৪২টি নমুনার মধ্যে ১৪টি যশোরের, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
এদিকে , যশোরে ১৪ জনের মধ্যে যশোর সদরেই রয়েছে সাতজন। তারমধ্যে ৩জন লেবুতলা ইউনিয়নের বাসিন্দা।এছাড়া দুইজন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একজনের বাড়ি রেলগেট এলাকায় অপরজন চুড়ামনকাঠী আগে আক্রান্ত ব্যক্তির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আরো জানান, আক্রান্তদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে।



Read More

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশুর মৃত্যু ।

Saturday, April 25, 2020 0
বিষেশ প্রতিনিধিঃঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে সাত বছর বয়সী ওই শিশুটি মারা গেছে বলে হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল শিশুটি।
তিনি জানান, মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল। একেবারে ছোট থেকেই তার কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের দীর্ঘমেয়াদি সমস্যা থাকে, তাদেরই ক্ষতি হচ্ছে বেশি।
শনিবার সকালে শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
জাতীয় স্বাস্থ্য অধিদফতর শুক্রবার জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে চার হাজার ৬৮৯ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৩১ জনের।
আর শুক্রবার একদিনেই ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ মহামারীতে বিশ্বজুড়েই শিশুদের সংক্রমণ ও মৃত্যুর হার অন্যদের তুলনায় কম।
এর আগে গত ১৩ এপ্রিল চট্টগ্রামের পটিয়ার ছয় বছরের এক শিশু এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়।
১৮ মার্চ থেকে এক-দুই-তিন দিন পর পর মৃত্যুর খবর দিতে থাকে স্বাস্থ্য অধিদফতর। ৩ এপ্রিল থেকে প্রতিদিন মৃত্যুর খবর দিয়ে আসছে তারা।
এরই মধ্যে ১৭ এপ্রিল ১৫ জনের মৃত্যুর তথ্য দেয়া হয়। এটি ছিল একদিনে সর্বাধিক মৃত্যু।
বাংলাদেশে আক্রান্তদের মধ্যে তিন দশমিক ৪ শতাংশ মৃত্যুর হার। তবে কারও কারও ধারণা, এটি বাস্তব পরিস্থিতি নয়। আক্রান্তদের অনেকেই শনাক্ত হচ্ছেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বৈশ্বিকভাবে মৃত্যুর হার ৩ শতাংশ। যাদের বয়স বেশি, যারা আগে থেকে অন্য রোগে ভুগছেন, তাদের মৃত্যুঝুঁকি বেশি।
Read More

আবার ও যশোর সদর উপজেলার ২ জন আক্রান্ত,বাড়ি লকডাউন।

Saturday, April 25, 2020 0
আব্দুল্লাহ আল সাকিব::যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ (২৫ এপ্রিল) যশোরের ৪১টি নমুনার মধ্যে ৯টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে ।

যশোর জেলায় ৯ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলার ২ জন রয়েছে । এরমধ্যে একজন মহিলা অপরজন পুরুষ। মহিলার বাড়ি শহরের খড়কি এলাকায়। তিনি ঢাকা থেকে খড়কি এলাকায় শশুর বাড়িতে এসেছেন। তকে কবে এসেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কয়েকদিন আগে বুকে ব্যাথা নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার টেস্ট করা হয়।শনিবার তার ফলাফল পজেটিভ আসে।

অপর আরেকজন হলেন, যশোর উপশহর ইউনয়নের ২ নং সেক্টরের বাসিন্দা।সে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খড়কি এলাকার ওই বাড়ি ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। উপশহর এলাকায় টিম যাচ্ছে। এলাকা লকডাউন না করলেও আশপাশের বাড়ি লকডাউনের সিদ্ধান্ত  হবে। তিনি আরো জানান, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা করে তাদের শরীর থেকে নমুনা নমুনা সংগ্রহের জন্য কাজ শুরু হয়েছে।


Read More

ইফতার পাটি ও তারাবির নামাজে ১২ জনের বেশি না,ধর্ম মন্ত্রালয়।

Thursday, April 23, 2020 0
দূর্জয় ডেক্সঃকরোনা সংক্রমণ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে সব ধরনের ইফতার পাটির নামে অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। একই  সাথে মুসল্লি ও দুইজন হাফেজসহ মোট ১২ জন মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কীভাবে দশ জন মুসল্লি নির্ধারিত হবে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার (২৪ এপ্রিল) একটি সার্কুলার জারি করা হবে। তবে ইতোপূর্বে মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

এর আগে ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিল সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে জামাতে নামাজ আদায় করবেন। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে। মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক দশজন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লিরা মসজিদের জামাতে অংশ নিতে পারবেন না।
Read More

নোয়াখালীর সেনবাগে ওএমএস এর ১৫ বস্তা চাউলসহ দুই আ’লীগ নেতা গ্রেফতার!!

Wednesday, April 22, 2020 0
নোয়াখালী সংবাদদাতাঃ  নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মীসূচীর ১৫বস্তা চাউল উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খানকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শাহ জাহান সাজু চালের ডিলার। 

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্য আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা। অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা ও সেনবাগ থানা পুলিশ।  স্থানীয় সূত্রে জানা যায়, নবীপুরের ডিলার শাহজাহান সাজু সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা মূল্যের চাউল সুবিধাভোগীদের কাছে বিক্রি না করে বস্তা প্রতি চাউল বাহিরে বিক্রি করেন। গত কয়েক সপ্তাহ থেকে চলে তার এই কার্যক্রম। তাকে এ কাজে সহযোগিতা করেন ইমসাইল হোসেন নামের এ আওয়ামী লীগ নেতা। বিষয়টি সেনবাগ উপজেলা প্রশাসনকে জানালে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগান লেখা ১৫টি বস্তায় ৪৫০ কেজি চাউলসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।   

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি বলেন, চাউলের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু ইউনিয়নের কয়েকটি বাড়ীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল বস্তা প্রতি বিক্রি করে দিয়েছেন।   সেনবাগ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীপুর ইউনিয়নের ৬টি বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওইবাড়ী গুলোর কয়েকটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৩০কেজি করে চাউল রয়েছে। অভিযানকালে চাউলের তিনটি খালি বস্তাও উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, চাউল উদ্ধারকালে ক্রেতারা জানান তারা প্রতি বস্তা চাউল ডিলার শাহজাহানের নিকট থেকে ৯০০-৯৫০ ও ১০০০ টাকা দামে ক্রয় করেছেন। 

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি চাউল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সেনবাগ থানায়২১ এপ্রিল মামলা দায়ের করেন, মামলা নং ১২। 

এব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে সরকারী চাউল চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।  এ খবর এলাকার চর্তুদিকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ চাউল চোরদেরকে এক নজর দেখার জন্য ভীড় জমায়।
Read More

করোনায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে যে ৩৬ টি দেশে ( ডব্লিউএফপি)।।

Wednesday, April 22, 2020 0
দূর্জয় ডেক্স || মহামারি করোনাভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি দেশ ও অঞ্চলে। থেমে গেছে  পুরো পৃথিবী। করোনার তাণ্ডবে থেমে আছে বিশ্বের অর্থনীতির চাকা। থেমে আছে উৎপাদন, বিপণন, কল-কারখানা। তাতে বিশ্ব অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল)  জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বেসলি  জানিয়েছেন করোনাভাইরাসের কারণে বিশ্বের ৩৬টি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তার মধ্যে ১০টি দেশের ১০ লক্ষ মানুষ এখনই অনাহারে দিন কাটাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সেশনে বেসলি বলেন, ‘করোনাভাইরাসের সবচেয়ে খারাপ প্রভাব হিসেবে বিশ্বের তিন ডজন দেশে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। ইতিমধ্যে ১০টি দেশে প্রায় ১ মিলিয়ন লোক অনাহারে দিন কাটানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। অনেক দেশে এই মানবিক সমস্যাটার কারণে নানাধরনের সহিংসতা, দ্বন্দ্ব ও বিবাদ তৈরি হতে পারে।’

বৈশ্বিক খাদ্য সংকটের চতুর্থ বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী ইয়মেন, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, নাইজেরিয়া ও হাইতিতে খাদ্য সংকট রয়েছে।

 সূত্র : আনাদোলু এজেন্সি ও বিবিসি।

#চ্যানেল_দূর্জয়
Read More

আবারও যশোরে ৪ করোনা ভাইরাস সনাক্ত।

Tuesday, April 21, 2020 0
আব্দুল্লাহ আল সাকিবঃঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত চব্বিশ ঘন্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে যশোরে ৪ জন, নড়াইলে চার চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন এবং মাগুরায় ১ জনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ।

জানিয়েছেন যবিপ্রবি উপাচার্য জনাব প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন জনাব ডা. শেখ মো. আবু শাহিন।
Read More

খোঁজ নিয়েছেন কখনো, কেমন আছে মফস্বলের সাংবাদিক? - চ্যানেল দূর্জয়।

Tuesday, April 21, 2020 0

আমাকে যদি কেউ প্রশ্ন করে সাংবাদিকতা কত প্রকার ও কি কি? তাহলে আমি বলবো দুই প্রকার, তাহলো ঢাকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিক। উত্তরটা একান্তই আমার ব্যক্তিগত। কারণ উত্তরটার মধ্যে অনেক ক্ষোভ ও দুঃখ জড়িয়ে আছে।

সাংবাদিকতা যদি দুই প্রকার হয়ে থাকে তাহলে ঢাকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিকদের মধ্যে পার্থক্য কি এমন একটা প্রশ্ন চলে আসে। আমার মতে ঢাকা ও মফস্বলের সাংবাদিকদের মধ্যে পার্থক্য বহু।

কাজের ক্ষেত্রে ঢাকার সাংবাদিকদের যেসব সুযোগ সুবিধা থাকে তার ছিটে ফোটাও মফস্বল সাংবাদিকদের থাকে না। যেমন ঢাকার সাংবাদিকদের জন্য রাজনীতি, অর্থনীতি, বিনোদন, আন্তর্জাতিক, খেলাধুলাসহ বিভিন্ন বিট (বিভাগ) ভাগ করা থাকে। যিনি যে বিভাগের তিনি শুধু সেই বিভাগেরই নিউজ লিখবেন। এমনকি বিজ্ঞাপনের জন্যও আলাদা মার্কেটিং এক্সিকিউটিভ রয়েছে। অথচ মফস্বলের সাংবাদিকদের জন্য কোন বিট ভাগ করা নেই। জেলা-উপজেলা অথবা পুরো বিভাগের সকল ধরণের নিউজ তাদের লিখতে হয়। বিজ্ঞাপন সংগ্রহ করতে হয়, পত্রিকার সার্কুলেশন দেখতে হয়। ঢাকার সাংবাদিকদের মত গাড়িসহ ক্যামেরাম্যান পান না তারা, নিজেই সাংবাদিক নিজেই ক্যামেরাম্যান আবার নিজেই গাড়িচালক।

এতো গেলো কাজকর্ম, এখন আসি সুযোগ সুবিধার বিষয়ে। খেয়াল করে দেখবেন অনেক দোকানে একটা নোটিশ দেখা যায়, ‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’। আসলে মফস্বল সাংবাদিকদেরও অবস্থা হয়েছে তেমন। বেশিরভাগ গণমাধ্যমে মফস্বল সাংবাদিকরা যখন বেতন-ভাতার বিষয়টি তোলেন তখন ওই প্রতিষ্ঠান থেকে তেমনি একটা সুর ভেসে আসে ‘বেতন চাহিয়া লজ্জা পাবেন না’। তবুও থেমে নেই মফস্বলের সাংবাদিকরা। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেদের দায়িত্ব পালনে।

সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পেশাজীবীর জন্য বিমা ও প্রণোদনার কথা জানালেও ঝুঁকির মধ্যে তথ্যসেবা দিয়ে যাওয়া গণমাধ্যমকর্মীদের কেবল ধন্যবাদ দেয়া হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রের দেওয়া প্রণোদনা না পাওয়ায় সাংবাদিক মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও ক্ষোভ ঝাড়ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ তৈরি করে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে। আমার প্রত্যাশা হয়তো এই আন্দোলনে সাংবাদিক মহল বিজয়ী হবেন এবং প্রণোদনাও পাবেন। কিন্তু শঙ্কার জায়গা হলো যদি প্রণোদনা পেয়েও থাকেন তাহলে মফস্বলের সাংবাদিকরাও কি এর আওতায় আসবে?

দলকানা অনেকেই হয়তো আমার এই শঙ্কার কথা শুনে বলে উঠবেন কেন প্রণোদনার আওতায় আসবে না মফস্বল সাংবাদিকরা? সেইসব দলকানাদের কাছে আমার প্রশ্ন সরকারি তথ্য অনুযায়ী দেশের প্রায় ২৫ থেকে ৩০টি দৈনিক পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করে থাকে। এই ২৫/৩০টা পত্রিকার কতজন মফস্বল সাংবাদিক ওয়েজবোর্ড অনুযায়ী বেতন পান? খোঁজ নিয়ে দেখবেন বেতনতো দূরের কথা, বিভিন্ন অফিসে ঘুরে যে বিজ্ঞাপন তারা সংগ্রহ করেন তার কমিশনটাও ঠিকঠাক পান না। খোঁজ নিয়েছেন কখনো, কেমন আছে মফস্বলের সাংবাদিকরা?

সকল সুযোগ সুবিধার বেলায় এই মফস্বল সাংবাদিকরা সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়ে থাকেন। প্রতিনিয়ত মফস্বলের সাংবাদিকরা নির্যতনের শিকার হন, কিন্তু সঠিক বিচার পান না। খেয়ে না খেয়ে মানুষকে তথ্য সেবা দিয়ে আসলেও তাদের তথ্য নেয়ার মত সময় কারো থাকে না। তাই সাংবাদিক নেতাদের কাছে বিনিত অনুরোধ রাষ্ট্র ও অন্য পেশার মানুষরা এদের কষ্ট না বুঝলেও আপনারা নিশ্চয়ই তাদের কষ্ট বুঝবেন। শুধু প্রণোদনাই নয় মফস্বল সাংবাদিকদের সকল সুযোগ সুবিধার বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ করছি।

মুক্তিযুদ্ধে যেমন বহু সাংবাদিকের অবদান রয়েছে তেমনি স্বাধীনতার পরেও রাষ্ট্রের বিভিন্ন সুখে-দুঃখে এই পেশার মানুষগুলোর অনেক অবদান রয়েছে।

তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে অনুরোধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের গরীব মানুষদের জন্য সংগ্রাম করে গেছেন, আপনিও তাই করে যাচ্ছেন। আপনি হয়তো জানেন না এই সাংবাদিকতা পেশায় কত মানুষ আজ অসহায়। মাসের পর মাস বেতন বকেয়া, কথায় কথায় চাকরি হারিয়ে বহু সাংবাদিক এখন দিশেহারা। তাই আশা করছি আপনি আমাদের দিকে নজর দেবেন, করোনাভাইরাসের এই মাহামারিতে সাংবাদিকদের পাশে দাঁড়াবেন। মা যেমন সন্তান বিপদে আগলে রাখে তেমনি করে।

লেখক- এম সুজন আকন, সহ-সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ।

Read More

সীমান্তে ফেনসিডিল সহ শিক্ষক আটক

Monday, April 20, 2020 0
স্টাফ রিপোর্টার  : করোনা সংক্রমণ রোধে মোড়ে মোড়ে বিজিবির বসানো কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ ফেনসিডিলের চালান পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে  ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুমন (৪৪) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

সোমবার (২০) বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সদস্যরা ।  আটক নজরুল বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে।  বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ সুমনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি পুটখালী সীমান্ত থেকে ফেনসিডিলের এ চালানটি নিয়ে বরিশালে যাচ্ছিলেন।  আটক নজরুল ইসলাম সুমন জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগীরা এসময় ফেনসিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটক হন বিজিবির জালে।  তার সহযোগীরা হলো, আইনজীবি আলম রশীদ লিখন (৪২), ডাক্তর মিঠু (৩৫), ব্যাংকার ডোনা (৩৫), ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) ও মনির হোসেন (৪০)। তারা নিয়মিত বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে যেত বরিশালে।  যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, একটি ফেনসিডিল পাচার চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে, এলাকাবাসী দাবি করেন, করোনার মধ্যে  এভাবে ভারত থেকে ফেনসিডিল আসতে থাকলে সীমান্তে করোনা ঝুঁকি বেড়ে যাওয়ার আশংকা আছে।  কারণ ভারত করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারা বিজিবিকে ফেনসিডিল আটকে সাধুবাদ জানান এবং সেই সাথে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
Read More

জাতির পিতার আরেক খুনি মসলেহ উদ্দিন আটক? - চ্যানেল দূর্জয়।

Sunday, April 19, 2020 0
দূর্জয় আন্তর্জাতিক।।    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসালদার মোসলেহ উদ্দিনকে আটক করার খবর পাওয়া গেছে। কলকাতা সূত্র জানায় কাছাকাছি কোনো একটা সময়ে চব্বিশ পরগনার বনগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। গত চল্লিশ বছর যাবৎ তিনি সেখানেই বসবাস করতেন বলে জানা গেছে।

কলকাতা সূত্র জানায় মোসলেহ উদ্দিন বনগ্রামে ডাক্তার দত্ত নাম হোমিওপ্যাথির চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন। গাইঘাটার ঠাকুরনগর রেল স্টেশনের পাশে “ ইউনানী ফার্মেসী” নামে তার একটা দোকান ছিল ।


সম্প্রতি ফাঁসি কার্যকর হওয়া আরেক খুনী ক্যাপ্টেন ( বরখাস্ত) মাজেদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল।

Read More

সাগরের মোবাইলের আলোয় রাসেলের ঘাড়ে কোপ দেয় শামিরুল - ১ দিনের রিমান্ড মঞ্জুর - চ্যানেল দূর্জয়।

Sunday, April 19, 2020 0



বিশেষ প্রতিনিধি।।  বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদরের ভেকুটিয়া গ্রামের রাসেল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাগর হোসেন। আস্তে মোটরসাইকেল  চালাতে বলায় তাকে নৃশংসভাবে খুন করার কথা জবানবন্দি দিয়েছেন তিনি। শনিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি শেষে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আটক সাগর হোসেন বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ার শানু ফকিরের ছেলে। এদিকে, মামলায় আটক অপর তিনজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সাগর হোসেন বলেছেন, গত ১৫ এপ্রিল বিকেলে রাসেলদের বাড়ির সামনে স্থানীয় মহিলা মেম্বরসহ বেশ কয়েকজন এলাকায় ত্রাণ দেয়ার ব্যাপারে আলোচনা ও তালিকা তৈরি করছিল। এমন সময় সামিরুল, পিচ্চি বাবুসহ চারজন দুইটি মোটরসাইকেলে বেপরোয়াগতিতে ধুলা উড়িয়ে চলে যায়। এ সময় রাসেল মোটরসাইকেল দ্রুতগতিতে চালানোর প্রতিবাদ করে। সামিরুল, পিচ্চি বাবুসহ তারা চারজন মোটরসাইকেল থামিয়ে কথাকাটাকাটি শুরু করে। এ পর্যায়ে রাসেলের পিতা ও মহিলা মেম্বর এসে তাদের থামিয়ে দেয়। চলে যাওয়ায় সময় সামিরুল তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে যায়। রাতে সামিরুল, পিচ্চি বাবু, সাগরসহ এজাহারনামীয় ৮ জন ধারালো অস্ত্র নিয়ে রাসেলকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে আসে। এ সময় রাসেলের ভাই আল আমিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়। এরপর সাগরের মোবাইলের আলোয় সামিরুল দা দিয়ে রাসেলের ঘাড়ে কোপ দিলে মাটিতে পড়ে যায়। চিৎকার শুরু হলে তারা সকলে পালিয়ে যায়।

মামলার বিবরণে জানা গেছে, আরবপুর ইউনিয়নের সাবেক মেম্বর এজাহারভুক্ত আসামি শহীদুজ্জামান শহীদের নেতৃত্বে সকল আসামি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, খুনখারাবি ও মাদকের কারবারসহ নানা অপরাধ অপকর্ম করে আসছিল। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল তাদের অপকর্মে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়। গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ার রবিউল ইসলাম বাবুর মুদি দোকানের সামনে রাসেলসহ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী করোনায় অসহায়দের জন্য ত্রাণ দেয়ার তালিকা করছিল। এসময় সামিরুল, পিচ্চি বাবুসহ কয়েকজন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাইয়া আসে। তাদের আস্তে মোটরসাইকেল চালানোর কথা বলায় রাসেলকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। আবার রাত সাড়ে ৯টার দিকে আসামিরা ধারালো অস্ত্রসহ বাড়ির সামনে থেকে রাসেলকে জোর করে ধরে নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এসময় তার ভাই আলামিন ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে তাদের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। আহত রাসেল ও আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর রাসেলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয় হয়েছে।

এ ব্যাপারে নিহতের পিতা ছালেক মৃধা বাদী হয়ে ২৪ জনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ হত্যার সাথে জড়িত অভিযোগে চারজনকে আটক করে। আটকৃতরা হলো, সদর উপজেলার চাদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওমর আলী, বালিয়া ভেকুটিয়া গ্রামের মিয়ারাজ মন্ডলের ছেলে ইমদাদুল হক এমএ, মৃত সলেমান মন্ডলের ছেলে রিজাউল ইসলাম ও শানু ফকিরের ছেলে সাগর। শানিবার তাদের আদালতে সোপর্দ করা হলে সাগর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আটক অপর তিনজনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Read More

ত্রাণের চাল চুরি: বরখাস্ত ১২ জন প্রতিনিধি

Sunday, April 19, 2020 0
নিজেস্ব প্রতিবেদক ঃঃ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে। বরখাস্ত প্রতিনিধিদের মধ্যে ৩ জন ইউপি চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্য রয়েছেন।
ইতিপূর্বে গত ১২ এপ্রিল ৩ জন ও ১৫ এপ্রিল ৯ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ফলে এ পর্যন্ত মোট ২৪ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।
আজ যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন-নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখদুম কবীর তন্ময় এবং বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ।
বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ৮ নং ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান, ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রব পাটোয়ারী, নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর-বড়মহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. রেজা, নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন এবং ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রনি বেগম, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন চৌধুরী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছিয়া খাতুন।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভিজিডির চাল আত্মসাৎ, খাদ্য সহায়তা চাইতে আসা লোকজনকে মারধর, সরকারি নির্দেশ অমান্য করে দেশের সংকটময় মুহূর্তে এলাকায় অনুপস্থিত থাকা, উপজেলা পরিষদের মাসিক সভায় অনুপস্থিত ইত্যাদি কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হল। তাদের কেউ কেউ ইতিমধ্যে গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন এবং কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
ত্রাণের চাল চুরি নিয়ে তোলপাড় চলছে দেশে। এই কাজে জনপ্রতিনিধিদের জড়িত থাকার খবর প্রকাশ হলে জনমনে ক্ষোভ আরও বাড়ে।
পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ইতোপূর্বে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।আজ ১২ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হল।
Read More

করোনায় ভাইরাসে নতুন আক্রান্ত ৩০৬ জন ও নতুন মৃত্যু ৯ জন ।

Saturday, April 18, 2020 0
আব্দুল্লাহ আল সাকিবঃআজ শনিবার ( ১৮ তারিখ )  দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য পাওয়া গেছে।

 রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা  বলেন,
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯ জন মারা গেছেন। নতুন করে আরো ৩০৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।
তিনি জানান, এ নিয়ে মোট ২ হাজার ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।
Read More

রাসেল হত্যা মামলায় আটক ৩,অভিযুক্ত ২৪।

Friday, April 17, 2020 0
আব্দুল্লাহ আল সাকিবঃঃ যশোর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শ্মশান পাড়ায় সাব্বির আহম্মেদ রাসেল (২৩) হত্যা ও ভাই আল-আমিনকে কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
নিহত রাসেলের পিতা আবু সালেক মৃধা বাদি হয়ে ১৬ এপ্রিল রাতে মামলা করেন। মামলায় আরবপুর ইউনিয়নের সাবেক মেম্বার শহিদুজ্জামান শহীদসহ ২৪ জনের নাম উল্লেখহ অজ্ঞাত নামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে মিয়ারাজ মোড়লের ছেলে ইমদাদুল হক এমে, চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওমর আলী, মৃত সলেমান মন্ডলের ছেলে রেজাউল ইসলাম।

অপর আসামিরা হচ্ছে বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে শহিদুজ্জামান শহিদ (৪৯) বালিয়া ভেকুটিয়া মাঠপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম মঙ্গলের ছেলে শামিরুল ইসলাম (২৮) বালিয়া ভেকুটিয়া মাধঘোপা পাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পিচ্চি বাবু (২৪) বালিয়া ভেকুটিয়া গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে শিয়াল সিদ্দিকের ছেলে শাহিন (৩২) বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়া গ্রামের সানু ফকিরের ছেলে সোহাগ (২৮) সাগর (২২) সোহেল (৩৫) একই গ্রামের দ্বীনছে আলীর ছেলে জনি (২৮) মৃত রুহুল আমিনের ছেলে সেলিম (৩৫) ইদ্রিজ আলী ওরফে মাদ্রাজের ছেলে আমির হোসেন (৪২) বালিয়া ভেকুটিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আজাদ, মৃত শাহাদত হোসেনের ছেলে শামীম (৩৮) বাঁশবাড়িয়া গ্রামের রন্টু মিয়ার ছেলে শান্ত (২০) (২১) মোশারেফ হোসেন ওরফে গুজুর ছেলে আশিক (২৩) বালিয়া বালিয়া ভেকুটিয়া মাধঘোপা পাড়া গ্রামের সেকেন্দার আলী সেগুনের ছেলে খায়রুল ইসলাম (৪০) আকরাম আলীর ছেলে হাসিব (২২) আবু তাহের ড্রাইভারের ছেলে সবুজ হোসেন (২৪) পাকদিয়া গ্রামের আয়নাল হকের ছেলে আলমগীর হোসেন (৩৮) বাঁশবাড়িয়া গ্রামের মসলেম সরদারের ছেলে রমজান আলী সরদার (৫২) বড় ভেকুটিয়া গ্রামের ইনছার আলীর ছেলে এনামুল (৩৩) বালিয়া ভেকুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মতিয়ার রহমান (৪৮)।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ অপরাধি চক্রের সক্রিয় সদস্য। আসামি শহীদের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, খুন খারাবি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। সাব্বির আহম্মেদ রাসেল ও আল আমিন আসামিদের বেআইনি কার্যকলাপে বাধা দিলে শহীদের নেতৃত্বে আসামিরা রাসেলকে খুন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। ইতি পূর্বে কয়েকবার মারপিট করে আহত করে। এরপর থেকে আসামিরা রাসেলকে হত্যা করার জন্য সুযোগ খুজতে থাকে। ১৫ এপ্রিল রাত ৮ টার দিকে রাসেলসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়ার জনৈক রবিউল ইসলাম বাবুর দোকানের সামনে ত্রান বিতরনের তালিকা করছিলো। এ সময় শহীদের নেতৃত্বে আসামিরা বেপরোগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাসেল তাদেরকে মোটরসাইকেল আস্তে চালানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষুব্ধ হয়ে শহীদ ও তার সহযোগী ৫/৭ জন রাসেলকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। রাসেলসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা রবিউল ইসলাম বাবুর দোকানের সামনে বসে কথাবার্তা বলছিলো। আধা ঘন্টা পর শহীদের নেতৃত্বে ৭/৮ জন ধারালো গাছি দা, চাকু রাম দা, লোহার রড, অবৈধ আগ্নেয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে শহিদের হুকুমে খুন করার উদ্দেশ্যে রাসেলকে হাত পা ধরে উচু করে নিয়ে যায়। রাসেলের বড় ভাই আলআমিন ঠেকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা রাসেলকে ধরে ভেকুটিয়া ঈদগাহের প্রাচীরের পূর্ব পাশে ফাঁকা জমিতে নিয়ে গাছি দা দিয়ে ঘাড়ে কুপিয়ে গুরুত্বর জখম করে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়।

স্থানীয়দের সহযোগিতায় রাসেল ও আলআমিনকে ওই রাতে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় রাসেল মারা যায়। আল আমিনের শারিরীক অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) আহসান উল্লাহ চৌধুরী জানিয়েছেন, এই মামলার এজাহার নামীয় আসামিদের মধ্যে তিনজনকে শুক্রবার ১৭ এপ্রিল দুপুরে এলাকা থেকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
Read More

আবারো ভারতফেরত ৭৯ জন যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

Friday, April 17, 2020 0
স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, গত ৬ এপ্রিল সরকার ঘোষনা দেয় বিদেশ থেকে যারা দেশে  ফিরবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই ধারাবাহিকতায় আজ ১১তম দিনে ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরা  আরও ৭৯ জন নারী-পুরুষ ও শিশু যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ফেরত আসা ৭৯ জন নারী-পুরুষ ও শিশু পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে। চিকিৎসা ও ভ্রমন শেষে তারা দেশে ফিরেছে ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে যাচ্ছে।

শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত আসা পাসপোর্ট যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে  রাখা হচ্ছে। আজ যে ৭৯ জন যাত্রী এসেছে, এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদ্রাসায় নিয়ে যাব। সেখানে তারা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রামক ধরা না পড়ে, তাহলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।
Read More

বান্দরবানে হেলিকপ্টারে ত্রা’ণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী !

Friday, April 17, 2020 0
স্টাফ রিপোর্টার।।বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দু’র্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারি ত্রা’ণ পৌঁছে দেয়া হয়েছে।

ক’রোনা ভাই’রাসের বর্তমান পরিস্থিতিতে দেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে খে’টে খাওয়া দিনমজুর এবং প্রান্তিক জনগণ যেন খা’দ্য সঙ্কটে না পড়ে সে উদ্দেশ্যে সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় দু’র্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলাতেও সরকারের ত্রাণ সামগ্রী এসে পৌঁছায়।সূত্রে জানা গেছে, বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার কয়েকটি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি ওই সব ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিলো না। এজন্য জেলা প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদ ওই সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বান্দরবান সেনা রিজিয়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সহযোগিতা কা’মনা করে। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।


১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে ওই সমস্ত এলাকায় ৩ হাজার ৭২০ কেজি ওজনের বিভিন্ন প্রকার ত্রা’ণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ ও সাবান। এ সকল ত্রাণ সামগ্রী বান্দরবান জেলার রুমা উপজেলা এবং থানচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ম্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০টি পরিবারের মাঝে স্থানীয় হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়।


ত্রাণ সামগ্রী বিতরণকালে বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, মেজর ইফতেখারসহ স্থানীয় হেডম্যান এবং পাড়ার কারবারীরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন,
যে কোনো দু’র্যোগ মোকাবিলা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানসহ সব প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন,


দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আমরা ওই সব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারছিলাম না, বিষয়টি বান্দরবান সেনা রিজিয়নকে অবহিত করলে হেলিকপ্টারযোগে ওই এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করে।
Read More

বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান কাজলের হটলাইন সেবা চালু - খাদ্য সহায়তা পাচ্ছেন সব্বাই।

Thursday, April 16, 2020 0


আবদুল্লাহ্ আল সাকিব : ঘরবন্দি নিরন্ন মানুষকে বেসরকারি পর্যায়েও সামর্থ্যবান  অনেকেই সহযোগিতা করছেন। এতে অন্য এলাকার মতো বাঘারপাড়া উপজেলার হতদরিদ্ররাও স্বস্তি পেয়েছেন কিছুটা। কিন্তু বেকায়দায় পড়েছেন মধ্যবিত্তরা। তারা সাহায্যের জন্য যেতে পারছেন না কারও কাছে। হতদরিদ্রদের পাশাপাশি এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। ব্যক্তিগত উদ্যোগে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। এ জন্য খোলা হয়েছে হটলাইন। ০১৭১২২৭২০২৭ নাম্বারে ফোন করলেই তার পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। দিন-রাত চালু রয়েছে এ সার্ভিস। গেল সপ্তাহে এমন শতাধিক পরিবারকে খাবার পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান।  

নাজমুল ইসলাম কাজলের প্রতিনিধি জানান, প্রতিদিন ৩০ থেকে ৩৫টি ফোন কল আসে। এর মধ্যে দোকান কর্মচারী, বেসরকারি অফিসের চাকুরে, ছোট ব্যবসায়ীরাও রয়েছেন। তবে মাঝে মাঝে অপ্রয়োজনে ফোন করেন কেউ কেউ। সেকারণে যাচাই-বাছাই করা হয়।
তিনি জানান, এ পর্যন্ত ফোন কলের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্যদ্রব্যের তালিকায় রয়েছে চাল, ডাল, আলু, তেলসহ কয়েকটি পণ্য। 


এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে অনেকেই লাইনে দাঁড়িয়ে বা জনসম্মুখে সহায়তা নিতে সংকোচ বোধ করছেন। তাদের কথা চিন্তা করে ব্যক্তি উদ্যোগে হটলাইন চালু করেছি। ফোন পেলেই আমার প্রতিনিধি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে। ২৪ ঘন্্টাই  এ সার্ভিস চালু থাকছে।’

Read More

যশোরে ভেকুটিয়ায় দু সহোদর কে কুপিয়ে জখম! ১ জনের মৃত্যু।

Wednesday, April 15, 2020 0

স্টাফ রিপোর্টার।।  যশোর গভীর রাতে মোটরসাইকেলের স্টান্টবাজিতে আপত্তি করায় রাসেল (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এসময় গুরুতর জখম হয়েছে নিহতের বড় ভাই আলামিন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। নিহত রাসেল ভেকুটিয়া শশ্মানপাড়ার বাসিন্দা ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সালেকের ছেলে।
নিহতের পিতা জানান, আজ রাত ১০টার দিকে তিনিসহ তার দুই ছেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন। এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এসময় গাড়ি আস্তে চালাতে বলায় তারা দাঁড়িয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। এর ঘণ্টা-খানেক পর তারা আরো লোকজন নিয়ে ঘটনাস্থলে আসে এবং রাসেল ও আলামিনকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার পথেই রাসেলের মৃত্যু হয়। তার ভাইকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
স্থানীয় আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, শামিনুর ও পিচ্চি বাবু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাদের নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ট হওয়ায় পুলিশকে একাধিকবার লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা প্রভাবশালী রাজনৈতিক শেল্টারের কারণে আটক হয় না। আজ তাদের হাতে নিরীহ একটা যুবক খুন হলো। যা অত্যন্ত দুঃখজনক।

এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
Read More

খাদ্য সহায়তা না পেয়ে আবার ও যশোরে হাজারও নারী পুরুষের বিক্ষোভ।।

Wednesday, April 15, 2020 0
স্টাফ রিপোর্টার যশোরে  দিনের পর দিন খাদ্য সহায়তা না পেয়ে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র হাজারও নারী-পুরুষেরা। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে যশোর বেনাপোল মহাসড়কে এ বিক্ষোভ করে।

করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের জন্য  খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করলেও দরিদ্র মানুষের অভিযোগ, সবার কাছে পৌছাচ্ছে না খাদ্য সহায়তা। একাধিকবার জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে গিয়েও খাদ্য সহায়তা পাচ্ছেন না অনেকে। 

যশোর সদর উপজেলার পুলের হাট তপসিডাঙ্গা ও বেড়বাড়ি গ্রামের লোকজন পুলের হাট রাজগঞ্জ সড়কে তপসিডাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করে। এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। প্রায় ঘন্টা ব্যাপি বিক্ষোভ চালার পর খবর পেয়ে সদর উপজেলার ইউএনও নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে।তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটায় দুই গ্রামের কিছু লোককে নিয়ে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দেয়ার পর সকলে সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।


Read More

Post Top Ad

asdsaa.png